প্রচণ্ড তাপদাহের পর গত দুদিন ধরে চট্টগ্রাম নগরীতে ভোররাতে বৃষ্টি হলেও সোমবার দুপুর তিনটা থেকে শুরু হয়েছে বজ্রসহ মুষলধারে বৃষ্টি। বৃষ্টিতে নগরজীবনে স্বস্তি ফিরলেও রাস্তায় পানি জমে জলাবদ্ধতায় বিপাকে পড়েছেন চট্টগ্রাম নগরবাসী।
ঘন্টাখানেকের ঝুম বৃষ্টিতেই নগরীর বেশকিছু স্থানে জলজট তৈরি হয়েছে। জলজটের কারণে রাস্তায় পানি জমে গাড়ি নষ্ট হওয়ায় বেশকিছু সিএনজি চালক দুর্ভোগে পরেছেন। এসময় চারিদিক অন্ধকার হয়ে যাওয়ায় রাস্তায় চলাচলকারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
বৃষ্টির কারণে রাস্তায় জলজট তৈরি হওয়ায় বিকেলের দিকে অফিস-ফেরত ঘরমুখো মানুষ ছিল অবরুদ্ধ। নগরবাসী অনেকেই বলছেন, প্রচণ্ড গরমে এই বৃষ্টি স্বস্তি দিলেও রাস্তায় পানি জমে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তারা।
নগরবাসীর আশঙ্কা, এই ঘন্টাখানেকের বৃষ্টিতে যদি রাস্তায় পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়, তাহলে সামনের বর্ষায় তাদের আরও বড় ভোগান্তিতে পড়তে হবে।
নগরবাসী ক্ষোভ জানিয়ে বলেন, সিটি কর্পোরেশন নালা-খালগুলো নিয়মিত পরিষ্কার না করার ফলে জমে থাকা পানি সহজে সরে যেতে পারে না। যার কারণে দুর্ভোগে নগরবাসী।
এদিকে, পতেঙ্গা আবহাওয়া অফিস বলছে, নগরীতে ৩২ মিমি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের কারণে রাতে তাপমাত্রা কিছুটা কমতে পারে। সেই সাথে নগরীর কিছু জায়গায় দমকা হাওয়াসহ ঝড়ো বাতাস বইতে পারে। সেই সাথে চট্টগ্রামের নদীবন্দরসমূহে ২ নম্বর নৌ-হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।