চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকায় সংযোগ সেতু ভেঙে গেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এতে নগরের বায়েজিদ বোস্তামী সড়কের এ অংশে এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে আছে। যদিও অন্য পাশ দিয়ে স্বল্প গতিতে গাড়ি চলছে।
সরেজমিন ঘুরে দেখা যায় দেখা যায়, বর্তমানে সড়কের এক পাশ দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। সড়ক ভেঙে যাওয়ায় লাল ফিতা দিয়ে বেস্টনি তৈরি করে রাখা হয়েছে।
বায়েজিদ থানার উপ পরিদর্শক (এসআই) সামশুল আলম জানান, সড়ক ভেঙে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, সেজন্য পুলিশের একটি টহল টিম দায়িত্ব পালন করছে।
বায়েজিদ বোস্তামী সড়কের এ অংশ খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এ এলাকায় পোশাক কারখানাসহ বিভিন্ন ধরনের শিল্পপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।













The Custom Facebook Feed plugin