চট্টগ্রাম বন্দরে ট্রেইলার চলাচলে প্রবেশ ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করায় আন্তঃজেলা রুটে কনটেইনার পরিবহন বন্ধ রেখেছে মালিকেরা। তবে বন্দরের কনটেইনার পরিবহন বন্ধ থাকলেও বিভিন্ন ডিপো বা অফডকে চলছে ট্রেইলার। চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, আন্তঃজেলা ট্রেইলার চলাচল বন্ধ থাকলেও বন্দরে এর তেমন প্রভাব পড়েনি।
চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্ল্যাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বলেন, এটা ধর্মঘট নয়, মালিকেরা স্বেচ্ছায় গাড়ি চালানো বন্ধ রেখেছেন। শ্রমিক নাকি মালিক— কে এই বাড়তি ফি দেবে, সেটাও এখনো নির্ধারণ হয়নি।
তিনি জানান, চট্টগ্রাম থেকে ভারী যান যখন ঢাকাসহ বিভিন্ন জেলায় যায়, তখন তাদের নির্দিষ্ট লাইন খরচ থাকে। তেলের দাম বাড়লে সেটি সমন্বয় করা হয়। নতুন ফি কার্যকর হওয়ায় সেটি হিসাবের বাইরে চলে গেছে। প্রাইম মুভার মালিকদের ট্রেইলার চলাচল করে আন্তজেলা রুটে। ডিপোর ট্রেইলারগুলো বন্দর থেকে ডিপোতে কনটেইনার আনা-নেওয়া করে।












The Custom Facebook Feed plugin