সোমবার , ১৩ জানুয়ারি ২০২৫ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১৩, ২০২৫ ১১:৩১ পূর্বাহ্ণ

রাজশাহী থেকে সৈয়দপুরগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় বন্ধ থাকা ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল ছয়টা ৩৬ মিনিটে রাজশাহীর বেলপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ  জানান, রাজশাহী থেকে ছেড়ে আসার কিছুক্ষণ পর বেলপুকুর নামক স্থানে লাইনচ্যুত হয় ট্রেনটি। এর দুইটি চাকা লাইনের বাইরে এসেছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং অফিসার আহসান উল্লাহ সাংবাদিকদের বলেন, সকাল সাড়ে ১০টার দিকে লাইন থেকে ট্রেনটি সরিয়ে ফেলা হয়। পরে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

তিনি আরও বলেন, লাইনচ্যুতির ফলে রাজশাহী থেকে ঢাকাগামী সকাল ছয়টা ৪০ মিনিটের ট্রেন মধুমতি এক্সপ্রেস, সকাল সাতটার বিরতিহীন ট্রেন বনলতা এবং সকাল সাত ৪০ মিনিটের ট্রেন সিল্কসিটি স্টেশনে আটকা পড়ে। সিঙ্গেল লাইন থাকায় উদ্ধার অভিযান শেষ না হওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

সর্বশেষ - আন্তর্জাতিক