লাল কার্ডময় এক ম্যাচে চেলসিকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। পাঁচ ম্যাচে মৌসুমের দ্বিতীয় জয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে রুবেন আমোরিমের দল।
শনিবার (২০ সেপ্টেম্বর) নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে চেলসিকে আতিথ্য দেয় রেড ডেভিলরা।
এদিন ম্যাচের পাঁচ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চেলসির গোলরক্ষক রবার্ট সানচেজ। একটু পরেই ইউনাইটেডের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে নিজের শততম গোল করে দলকে লিড এনে দেন ব্রুনো ফার্নান্দেজ।
ম্যাচের ৩৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। এবার স্কোরশিটে নাম লেখান ক্যাসেমিরো। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে ফের লাল কার্ড। এবার দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে ছিটকে যান ক্যাসেমিরো। ২-০তে লিড নিয়ে বিরতিতে যায় ইউনাইটেড।
বিরতির পর ম্যাচে ফিরতে প্রাণপন চেষ্টা চালায় চেলসি। তবে স্বাগতিকদের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে দীর্ঘসময় ব্যর্থতাই সঙ্গী হয় চেলসি ফরোয়ার্ডদের।
শেষ দিকে ট্রেভো চালোবাহর গোল চেলসিকে কিছুটা আশা দেখালেও সেটা শুধু মাত্র ব্যবধানই কমিয়েছে। শত চেষ্টা করেও সমতা সূচক গোলের দেখা না পেলে ২-১ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে চেলসি। পাশাপাশি লিগে ইউনাইটেড দেখা পায় তাদের দ্বিতীয় জয়ের।
আগামী শনিবার ব্রেন্টফোর্ডের মোকাবিলা করবে ইউনাইটেড। একইদিন লিগে ব্রাইটনের বিপক্ষে মাঠে নামবে চেলসি।












The Custom Facebook Feed plugin