ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্যানেল প্রকাশ করা হয়।
প্যানেলের প্রধান পদে মনোনয়ন পাওয়া শিক্ষার্থীরা হলো:
ভাইস প্রেসিডেন্ট (ভিপি): আবিদুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, ইসলামিক স্টাডিজ বিভাগ (২০১৫-১৬ সেশন)
জেনারেল সেক্রেটারি (জিএস): তানভীর বারী হামিম, কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ (২০১৮-১৯ সেশন)
অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস): তানভীর আল হাদী মায়েদ, বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ (২০১৮-১৯ সেশন)
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই অন্যান্য পদে প্রার্থীর নাম ঘোষণা করা হবে এবং বিশ্ববিদ্যালয়জুড়ে গণসংযোগ কার্যক্রম শুরু হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন দশকের বেশি সময় পরে ডাকসু নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। এসময় রাজনৈতিক সংগঠনগুলোর প্রস্তুতিও জোরেশোরে চলছে।












The Custom Facebook Feed plugin