এই কমিশন রঙবিহীন, চেহারাহীন। জনগণের প্রত্যাশা পূরণ করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
আনুষ্ঠানিকভাবে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরুর মাধ্যমে ভোটের ট্রেন চলতে শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সোমবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন সিইসি।
এসময় তিনি বলেন, ৫ আগস্টের বিপ্লব আমাদের সুযোগ এনে দিয়েছে। ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগে আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
সিইসি বলেন, যেদিন মানুষ নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে আমরা সেদিন মনে করবো ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়েছে।
তিনি বলেন, ভোটের দিন কেউ যাতে কেন্দ্র দখল না করতে পারে তা নিশ্চিত করা হবে। সব ধরনের অনিয়মের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।