প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদত্যাগের আন্দোলন করে লাভ নেই। জনগণ আমাদের সাথে আছে, তারাই আমাদের সবচেয়ে বড় শক্তি।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে আয়োজিত ১৫০ সেতু উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, আন্দোলন করলে আপত্তি নেই, কিন্তু বিএনপি যদি আবার আগুন সন্ত্রাসের রাজনীতি শুরু করে তাহলে কঠোরভাবে দমন করা হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি এখন নির্বাচন নিয়ে কথা বলে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে তাদের এখন নানা কথা। আমি এখন সমালোচনা করতে চাই না, কিন্তু মনে রাখতে হবে এদের কথা এদের কাজ সবই ধ্বংসাত্মক। এ ব্যাপারে দেশবাসীকে আমি সতর্ক করব।
শেখ হাসিনা বলেন, আমরা অনেক ভালো কাজ করেছি, ভালো কথাই বলতে চাই। ২০০৯ সালে যখন আমরা সরকারে আসি, তখন সারা বাংলাদেশে কী ভাবে উন্নয়ন গড়ে তুলবো সেই প্রচেষ্টা আমরা চালাই। আজকের উন্নয়ন কেউ ধ্বংস করুক সেটা আমরা চাই না।
এ সময় প্রধানমন্ত্রী জানান, বাণিজ্য খাতে উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে এশিয়ান হাইওয়ে এশিয়ান রেলওয়ের সঙ্গে যুক্ত হওয়াই আমাদের পরবর্তী টার্গেট।