প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ধানমন্ডিতে নবনির্মিত ‘জয়িতা টাওয়ার’ উদ্বোধন করেছেন।
প্রধানমন্ত্রী মঙ্গলবার সকাল ১০টায় ধানমন্ডিস্থ জয়িতা টাওয়ারের ফলক উন্মোচনের পাশাপাশি জয়িতা টাওয়ার স্থাপিত জামদানি গ্যালারি ও জয়িতা মার্কেটপ্লেস উদ্বোধন করেন। এসময় বঙ্গবন্ধুর ছোট কন্যা ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা সেখানে উপস্থিত ছিলেন।
উদ্বোধন পর্ব শেষে গণভবন কমপ্লেক্সে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জয়িতা টাওয়ারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি মেহের আফরোজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন।
সেবা দিয়ে যাচ্ছি, কে কোন দলের বিবেচনা করি না: প্রধানমন্ত্রীসেবা দিয়ে যাচ্ছি, কে কোন দলের বিবেচনা করি না: প্রধানমন্ত্রী
দেশের নারী উদ্যোক্তাদের জয়িতা ব্র্যান্ডের মাধ্যমে নানামুখী ব্যবসার উদ্যোগকে সম্পৃক্ত করার মধ্য দিয়ে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা হচ্ছে। এই টাওয়ারে ইউনিভার্সিটি অ্যাক্সেসিবিলিটিসহ দেশের নারী উদ্যোক্তাদের উৎপাদিত ও প্রক্রিয়াজাত করা বিভিন্ন ধরনের পণ্য সাপ্লাই চেন ও সেবা বিপণনের সুবিধা থাকবে। প্রতীকী মূল্যে জয়িতা টাওয়ারের জন্য এক বিঘা জমি বরাদ্দ দিয়েছিলো সরকার।
প্রধানমন্ত্রী বাংলাদেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ২০১১ সালের ১৬ নভেম্বর জয়িতা ফাউন্ডেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। তিনি ২০২১ সালের ১ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর (পুরাতন) রোডে এক বিঘা জমির ওপর ১৬৮ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১২তলা বিশিষ্ট জয়িতা টাওয়ার নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।