দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের লক্ষ্যে সারাদেশে ব্যালট পেপার পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম পর্যায়ে ১৩ জেলায় গেছে ব্যালট পেপার।
সোমবার (২৫ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও সরকারি মুদ্রণখানা (বিজি প্রেস) থেকে কঠোর নিরাপত্তায় ব্যালট পেপারগুলো পাঠানো হয়।
ইসি কর্মকর্তারা জানান, ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি শেষ। ব্যালট মুদ্রণও শেষ পর্যায়ে। কয়েকটি আসনে আদালতের নির্দেশনা রয়েছে। সেই আসনগুলোয় শেষ মুহূর্তে ব্যালট মুদ্রণ হবে। ভোটগ্রহণের জন্য সিল-প্যাডসহ নির্বাচনী সামগ্রী ইতোমধ্যে জেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে।
ইসি সূত্রে জানা যায়, প্রয়োজনীয় নিরাপত্তাসহ ব্যালট পেপার সরাসরি রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হবে। পেপারগুলো সংশ্লিষ্ট জেলা প্রশাসকের ট্রেজারি শাখায় সংরক্ষণসহ সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। তারপর ভোটের দিন (৭ জানুয়ারি) সকালে জেলা থেকে সেগুলো যথাসময়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে। নির্বাচন কমিশন আসনভিত্তিক ভোটার সংখ্যার সমান প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম ও প্রতীকসহ ব্যালট পেপার ছাপানোর ব্যবস্থা করে।












The Custom Facebook Feed plugin