রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দিয়েছে একদল লোক। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
তিনি বলেন, বিকেল সাড়ে ৩টায় দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ময়মনসিংহ বিভাগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বিকেল সাড়ে ৪টায় তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সন্ধ্যায় কর্মসূচি শেষ হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেতাকর্মীদের শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে কার্যালয় ত্যাগ করতে অনুরোধ করে। এরপর জাপা নেতাকর্মীরা চলে গেলে ২০–৩০ জনের একটি দল পুলিশের বাধা উপেক্ষা করে কার্যালয়ে ঢুকে আগুন ধরিয়ে দেয়। আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।












The Custom Facebook Feed plugin