রবিবার , ১৭ ডিসেম্বর ২০২৩ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

জাপাকে ২৬ ও শরিকদের ৬টি আসন দেবে আওয়ামী লীগ

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ১৭, ২০২৩ ৫:৪৫ অপরাহ্ণ

জাতীয় পার্টির জন্য ২৬টি আসন এবং ১৪ দলের জন্য ছয়টি আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ।

রোববার জোটের প্রতীক বরাদ্দ নিয়ে অবহিত করতে নির্বাচন কমিশনে যান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। পরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

জোট শরিক ও জাতীয় পার্টিকে ছাড় দিয়ে আওয়ামী লীগ ২৬৩ আসনে নির্বাচন করবে।

দলের প্রার্থী ঘোষণার সময় আওয়ামী লীগ কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসনে কাউকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ।

ইসিতে বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের মিত্রদের সঙ্গে জোটভুক্ত হয়ে নির্বাচন করছি আমরা। আওয়ামী লীগ ২৯৮টি আসনে মনোনয়ন জমা দিয়েছে। যাচাই-বাছাই শেষে পাঁচটি আসনের মনোনয়ন বাতিল হয়েছে।

তিনি বলেন, জাতীয় পার্টিকে ২৬টি এবং শরিকদের ৬টি আসন ছেড়ে দিয়েছি। বাকিগুলোতে আমাদের প্রার্থীরা নির্বাচন করবেন।

বিকেল পৌনে চারটার দিকে ইসি সচিব মো. জাহাংগীর আলমের কক্ষে যান বিপ্লব বড়ুয়া। এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

সর্বশেষ - আন্তর্জাতিক