মঙ্গলবার , ২৯ আগস্ট ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

জাপানে টয়োটার সব কারখানা বন্ধ

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৯, ২০২৩ ২:২৩ অপরাহ্ণ

বিশ্বের অন্যতম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা প্রযুক্তিগত ত্রুটির কারণে জাপানে ১৪টি কারখানায় উৎপাদন সাময়িক বন্ধ রেখেছে।

আজ মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল কারখানা বন্ধের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। তবে এএফপিকে পাঠানো এক বিবৃতিতে টয়োটা জানিয়েছে, ‘আমরা মনে করি না সাইবার হামলার কারণে এই সমস্যা হয়েছে।’

প্রতিবেদনে বলা হয়, প্রথমে ১৪টি প্ল্যান্টের মধ্যে ১২টি বন্ধের কথা বলা হলেও পরে সব প্ল্যান্ট বন্ধের কথা জানানো হয়। তবে পুনরায় কখন উৎপাদন শুরু করা হবে বা এই ত্রুটির জন্য কোম্পানির কত ক্ষতি হতে পারে এই বিষয়ে টয়োটার পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ধারণা করা হয়, সারা বিশ্বে টয়োটা যে পরিমাণ গাড়ি তৈরি করে তার এক তৃতীয়াংশ এই ১৪ কারখানায় তৈরি করা হয়।

এর আগে, গত বছর এক সাপ্লায়ার সাইবার হামলার শিকার হওয়ার পর টয়োটার কার্যক্রম ব্যাহত হয়। একদিনের ওই বিঘ্নের ফলে প্রায় ১৩ হাজার গাড়ি বিক্রি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

সর্বশেষ - আন্তর্জাতিক