বৃহস্পতিবার , ৫ মে ২০২২ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

জাফলংয়ে পর্যটকদের ফি লাগবে না ৭ দিন

প্রতিবেদক

মে ৫, ২০২২ ৫:২৮ অপরাহ্ণ

সিলেটের জাফলং পর্যটন কেন্দ্রে টিকিট নিয়ে বাগবিতণ্ডায় পর্যটকদের ওপর স্বেচ্ছাসেবকদের হামলার পর আগামী ৭ দিন উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

শুক্রবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে জানিয়ে জেলা প্রশাসক বলেন,  ঈদের জন্য ৭ দিন আমরা জাফলং উন্মুক্ত করে দিয়েছি। কোনো ফি ছাড়াই এ সাতদিন পর্যটক প্রবেশ করতে পারবেন। ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ নির্দেশনা দিয়েছি।

এদিকে ঘটনার পর সন্ধ্যায় বিশেষ সংবাদ সম্মেলন করে সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে। জাফলং পর্যটন কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ডিবি পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ কাজ করছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।

এ সময় তিনি আরও বলেন, যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন হামলায় আহত সুমন নামের একজন। অভিযোগে আটককৃত ৫ জনসহ অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করা হয়েছে।

পুলিশ সুপার ফরিদ উদ্দিন বলেন, রাতেই মামলা রুজু হবে। এ ঘটনায় যেহেতু নারী পর্যটকদের ওপরও হামলা হয়েছে তাই হামলাকারীদের বিরুদ্ধে নারী নির্যাতনের ধারাও থাকবে এজাহারে।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে টিকিট কেনা নিয়ে পর্যটকদের সঙ্গে জাফলং পর্যটন কেন্দ্রের কাউন্টারে থাকা উপজেলা প্রশাসনের কর্মীদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে কাউন্টারে থাকা কর্মীরা লাঠিসোটা দিয়ে পর্যটকদের মরধর করেন। এ সময় কয়েকজন নারীকেও লাঞ্ছিত করেন তারা। এ ঘটনায় ৭ জন আহত হন।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে অভিযান চালিয়ে পাঁচ হামলাকারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে গোয়াইনঘাট উপজেলার ইসলামপুর রাধানগরের মো. বাবুল মিয়ার ছেলে মো. সেলিম আহমদ (২১), একই গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (৪০), একই উপজেলার পশ্চিম জাফলংয়ের পণ্যগ্রামের মৃত রাখাল চন্দ্র দাসের ছেলে লক্ষণ চন্দ্র দাস (২২), জাফলং নয়াবস্তির ইউসুফ মিয়ার ছেলে সোহেল রানা (২১) ও পশ্চিম কালীনগরের মৃত আব্দুল কাদিরের ছেলে নাজিম উদ্দিন (২১)।

সর্বশেষ - আন্তর্জাতিক