আমার বাংলাদেশ পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও কেক কাঁটা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (৩ মে) দুপুর ১২ ঘটিকায় আমার বাংলাদেশ পার্টি (এবি পাটি) ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিট দ্যা প্রেস কুড়িগ্রামের সদরের মিতা ডায়াগনস্টিক সেন্টারে অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যরিস্টার জুবায়ের আহম্মেদ ভুঁইয়া জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সানি আব্দুল হক জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুগ্ন সাধারণ সম্পাদক, আবু বক্কর সিদ্দিক সহ-সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ, লিয়াকত আলী আহবায়ক নীলফামারীর জেলা শাখা ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্তরের সাধারণ জনগণ ও নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি জানান আমরা ন্যূনতম সংস্কার শেষে জাতীয় নির্বাচন চাই। সেই সাথে অবহেলিত কুড়িগ্রামের উন্নয়নে কাজ করতে চায়।
এসময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এবি পাটির প্রতিষ্ঠা বার্ষিকী শেষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয় এসময় বিভিন্ন রাজনৈতিক দলের ৫ জন এবি পাটিতে যোগদান করেন। এদের মধ্যে জাহিদুল ইসলাম ও রাজু আহমেদ পূর্বে জামায়াতে রাজনীতির সাথে যুক্ত ছিলেন।
এবিষয়ে কুড়িগ্রাম জামায়াতে ইসলামীর জেলা আমীর আব্দুল মতিনের সাথে মুঠো ফোনে কথা হলে জানান তাঁদের অনৈতিক ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য গত ১ লা মে বৃহস্পতিবার জেলা কর্মপরিষদ বৈঠকে জামায়াত থেকে বহিষ্কার করা হয়েছে।












The Custom Facebook Feed plugin