র্যাব হেফাজতে ভূমি কার্যালয়ের অফিস সহকারী সুলতানা জেসমিনের মৃত্যুর অভিযোগ তোলে পরিবার। সুলতানা জেসমিনকে আটক ও জিজ্ঞাসাবাদে জড়িত র্যাবের ১১ সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটি। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজশাহীর র্যাব-৫ এর কার্যালয়ে তাদেরকে ডেকে আনা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেসমিনকে আটক ও জিজ্ঞাসাবাদে জড়িত সদস্যদের ডেকেছে তদন্ত কমিটি। এখনো জিজ্ঞাসাবাদ চলছে। পরে তারা নিজ নিজ কর্ম এলকায় চলে যাবেন।
তাদেরকে ক্লোজড করা হয়েছে কি না জনাতে চাইলে তিনি বলেন, না এখনো তাদের ক্লোজড করা হয়নি।
জেসমিন নওগাঁ সদর উপজেলার চন্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী ছিলেন। এ ঘটনা তদন্তে র্যাবের একটি দল রাজশাহীতে রয়েছে।
গত সপ্তাহে আটকের পর র্যাবের হেফাজতে ওই নারীর মারা গেলে নির্যাতনের অভিযোগ তোলে পরিবার। এ নিয়ে মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার হওয়ার পাশাপাশি হাইকোর্টও বিষয়টি জানতে চেয়েছিল।