শনিবার , ১০ ডিসেম্বর ২০২২ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

টস জিতেছে বাংলাদেশ লক্ষ্য, ভারতকে হোয়াইটওয়াশ

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ১০, ২০২২ ৬:৪৭ পূর্বাহ্ণ

ভারতের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জেতার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। চট্টগ্রাম স্টেডিয়ামে টস ভাগ্য পক্ষে গেছে লিটন দাসের। তবে আজ তিনি ব্যাট নেননি।

ঢাকায় টানা দুই ম্যাচ জিতে সিরিজ মুঠোয় ভরেছে বাংলাদেশ। আজ জিতলে ভারত হোয়াইটওয়াশ। সেটাই লক্ষ্য বাংলাদেশের। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ভারতকে হারাতে মাঠে নামবে টাইগাররা। অপরদিকে শেষ ম্যাচ জিতে সম্মান বাঁচাতে লড়বে ভারত। বেলা ১২টায় শুরু হবে ম্যাচ।

ইনজুরির দরুন আজকের ম্যাচ থেকে ছিটকে গেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। এদিকে স্পিনার কুলদীপ যাদবকে দলে নেওয়া হয়েছে।

২০১৫ সালে ভারতের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। সাত বছর পর মেহেদী হাসান মিরাজের বীরত্বে আবার ঘরের মাঠে সিরিজ জয়। চট্টগ্রামে শেষ ম্যাচ জিততে পারলে প্রথমবারের মতো ওয়ানডের অন্যতম পরাশক্তি ভারতকে হোয়াইটওয়াশের স্বপ্ন পূরণ হবে বাংলাদেশের।

তামিম ইকবালের অনুপস্থিতিতে টাইগারদের অধিনায়কের দায়িত্ব পাওয়া লিটন দাস হোয়াইটওয়াশের ইঙ্গিত আগেই দিয়ে রেখেছেন। চট্টগ্রাম আসার সময় বিমান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি ‘মিশন পূর্ণ’ করার কথা বলে হোয়াইটওয়াশের কথাই বোঝাতে চেয়েছেন। শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে খোলাসা করলেন টাইগারদের ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট। ভারতকে হোয়াইটওয়াশ করার সুবর্ণ সুযোগ দেখছেন তিনি।

ম্যাকডারমট বলেন, ‘বাংলাদেশ কখনো ভারতকে ৩-০ ব্যবধানে হারায়নি। এটাই এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। না জিতলেও আমাদের যেন সহজে হারানো না যায়, সেটা নিয়ে আমরা গর্ববোধ করি। আমরা নিউজিল্যান্ডে কিছু ম্যাচে জয়ের কাছাকাছি গিয়ে হেরেছি। পাকিস্তানের বিপক্ষেও টি ২০ বিশ্বকাপে জয়ের খুব কাছাকাছি এসেছিলাম। সেমিফাইনাল খেলার সম্ভাবনাও ছিল বাংলাদেশের।’

তিনি বলেন, ‘কাজ এখনো শেষ হয়নি। জানি দল হিসাবে আমরা কিছু সাফল্য পেয়েছি। কিছু ব্যর্থতাও। কিন্তু আমরা কোনো আন্তর্জাতিক ম্যাচকে হালকাভাবে নিই না। আমরা প্রথম ম্যাচের পর সেটাকে পেছনে ফেলে এসে দ্বিতীয় ম্যাচটি জিতেছি।’

শীতের শিশির কাজে লাগাতে ভারতের ব্যাটসম্যানদের আগে ক্রিজে পাঠাতে চান লিটন।

শেষ ম্যাচে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ওপেনার নাজমুল হোসেন শান্তর বদলে সুযোগ দেওয়া হয়েছে ইয়াসির আলী চৌধুরীকে। অন্যদিকে বাঁহাতি স্পিনার নাসুমকে বিশ্রাম দিয়ে খেলানো হচ্ছে পেসার তাসকিন আহমেদকে।

চোট পাওয়ায় আগের দুই ম্যাচ খেলতে পারেননি এই পেসার। এছাড়া শিশির ভেজা পিচে তাসকিনের গতি কাজে লাগাতে চায বাংলাদেশ।

ভারতীয় দলেও আছে দুটি পরিবর্তন। ইশান কিশান ও কুলদীপ যাদব খেলবেন একাদশে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, সাকিব আল হাসান, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

ভারতীয় একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), ইশান কিশান, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদপ, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক।

সর্বশেষ - আন্তর্জাতিক