রবিবার , ২৩ অক্টোবর ২০২২ | ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল ভারত

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২৩, ২০২২ ৮:৪১ পূর্বাহ্ণ

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বিদের লড়াইয়ে রোববার টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত।

রাজনৈতিক পরিস্থির কারণে দ্বিপাক্ষিক কোনো সিরিজে একে অপরের বিপক্ষে তেমন খেলতে দেখা যায় না ভারত- পাকিস্তানকে। দুদলের সর্বশেষ দেখায় এবারের এশিয়া কাপে ভারতকে হারিয়েছে পাকিস্তান। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও শেষ হাসি হেসেছে বাবর আজমের দল। তবে পরিসংখ্যান অবশ্য অন্য কথা বলছে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত মোট ১১ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। তাতে ভারতের ৮ জয়ের বিপরীতে পাকিস্তান জিতেছে মোটে ৩টি ম্যাচ। এছাড়া বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে পাকিস্তানের দুর্ভাগ্য তো আছেই। গত ট-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিশ্ব আসরে কখনোই ভারতে বিপক্ষে জিততে পারেনি পাকিস্তান।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সুর্যকুমার যাদব, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার ও আর্শদিপ সিং।

পাকিস্তানের স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলি, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ।

সর্বশেষ - রাজনীতি