বুধবার , ১৪ জুন ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তাসকিন

প্রতিবেদক
Newsdesk
জুন ১৪, ২০২৩ ১০:৫১ পূর্বাহ্ণ

এখন অবধি আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্টই খেলেছে বাংলাদেশ, হেরেছে সেটিতে। ২০১৯ সালের ওই ম্যাচের দুঃখ ভোলানোর সুযোগ স্বাগতিকদের সামনে।

অধিনায়ক লিটন দাসের প্রথম ম্যাচে টস হেরেছে বাাংলাদেশ। আগে ব্যাট করতে হবে স্বাগতিকদের।

বুধবার সকাল দশটায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্টটি। এই ম্যাচে দেশের ১২তম টেস্ট অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হচ্ছে লিটন দাসের, নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপুস্থিতিতে তিনি অবশ্য দায়িত্ব পেয়েছেন শুধু এই ম্যাচটির। এই ম্যাচে অধিনায়কত্বের অভিষেক হচ্ছে আফগানদের হাশমাতুল্লাহ শহীদের।

এই ম্যাচে বাংলাদেশ খেলতে নেমেছে তিন পেসার নিয়ে। তাসকিন আহমেদ ফিরেছেন একাদশে। গত বছর ভারতের বিপক্ষে খেললেও পরে আয়ারল্যান্ডের বিপক্ষে ছিলেন না তিনি। তাসকিনের সঙ্গে আছেন শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।

স্কোয়াডে থাকলেও উদ্বোধনী ব্যাটার তামিম ইকবালের একাদশে না থাকা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। তার জায়গায় ইনিংস উদ্বোধন করবেন জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়।

আফগানিস্তানের হয়ে অভিষেক হচ্ছে দুজনের। নিজাতুল্লাহ মাসুদ ও করিম জানাত খেলবেন তাদের প্রথম টেস্ট।

বাংলাদেশ একাদশ: জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।

আফগানিস্তান একাদশ: ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, রহমত শাহ, হাসমতুল্লাহ শহিদি, নাসির জামাল, করিম জানাত, আফসার জাজাই, হামজা হোটাক, জাহির খান, নিজাতুল্লাহ মাসুদ, ইয়ামিন আহমেদজাই।

সর্বশেষ - আন্তর্জাতিক