মহাসচিবসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে তিনদিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
রোববার সন্ধ্যায় অনলাইনে দলের কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
রিজভী বলেন, শনিবারের মহাসমাবেশ ও রোববার হরতালকে কেন্দ্র করে তাদের ৯৬০ জন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। নিহত হয়েছেন তিন জন।
পুলিশের সাথে সংঘর্ষের জেরে শনিবার সরকার পতনে এক দফার দাবিতে নয়াপল্টনের মহাসমাবেশ পণ্ড হয়ে যায়।
এর প্রতিবাদে রোববার সকাল সন্ধ্যা হরতালের শুরুতেই পুলিশ রেব ও বিজিবি সদস্যরা কড়া অবস্থান নেন বিএনপির কার্যালয়ের সামনে । আসে সিআইডির ফরেনসিক বিভাগের সদস্যরাও। দশ ধরনের অলামত সংগ্রহ করেন তারা ।
নয়াপল্টন কার্যালয়ে বিএনপি নেতাকর্মীরা না আসলেও, আশপাশের সড়কে হরতালের সমর্থনে মিছিল বের করে বিএনপি ও তার অংগও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।
সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের আটকের প্রতিবাদে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত তিনদিনের অবরোধ কর্মসূচি ঘোষনা করে বিএনপি।