বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজে শেষ এবং সিরিজ নির্ধারণী ম্যাচের বল গড়াবে বিকেলে। শনিবার বিকেল তিনটায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু এই ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। দুই দলেরই সিরিজ জয়ের ম্যাচ।
তবে বাংলাদেশকে ইতিহাস গড়তে হাতছানি দিচ্ছে, কেননা এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতেনি লাল-সবুজের দল। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে এখন ১-১ সমতা। প্রথম ম্যাচটি তিন রানে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে দাপটের সঙ্গে আট উইকেটে জিতে সমতা ফেরায় স্বাগতিকরা।
এদিকে ওপেনিং জুটিতে লিটনের সঙ্গে সৌম্যর ওপরই আস্থা রাখছেন হেড মাস্টার হাথুরু। প্রায় দেড় বছর পর টি-টোয়েন্টিতে ফেরা মাহমুদউল্লাহ রিয়াদেরও প্রশংসা করেছেন তিনি।
জাকের আলীর প্রশংসা করে তিনি বলেন, সে কী করতে পারে, সেটা দেখে খুব ভালো লাগছে। আমি তার খেলা খুব বেশি দেখিনি, শুধু এবারের বিপিএলেই দেখেছি। ফিনিশার হওয়ার জন্য প্রয়োজনীয় গুণগুলো তার মধ্যে আছে।
তৃতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
অপরদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে শ্রীলঙ্কা দলে হাসারাঙ্গা ফিরলেও লঙ্কানরা আজ পাবে না তাদের গতিতারকা মাথিসা পাথিরানাকে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন এই পেসার।