মঙ্গলবার , ২৫ অক্টোবর ২০২২ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ট্রাসের ভুল ঠিক করতে আমাকে প্রধানমন্ত্রী বানানো হয়েছে, বললেন ঋষি

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২৫, ২০২২ ১২:৪০ অপরাহ্ণ

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কথা বলেছেন ঋষি সুনাক। তিনি দাবি করেছেন, সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস যেসব ভুল করেছেন ‘সেগুলো ঠিক’ করতে তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়েছে।
এ ব্যাপারে ঋষি সুনাক বলেছেন, এ মুহূর্তে আমাদের দেশ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। করোনা পরবর্তী ধাক্কা এখনো রয়েছে এবং ইউক্রেনে যুদ্ধ বৈশ্বিক বাজারকে অস্থিতিশীল করে দিয়েছে।

তিনি আরও বলেছেন, লিজ ট্রাস অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাতে চেয়েছিলেন। এটা ভালো চিন্তা ছিল। কিন্তু ‘ভুল করা’ হয়েছিল। এসব ভুল সংশোধন করতে আমাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই লিজ ট্রাস কর ছাড়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তার এই সিদ্ধান্ত যুক্তরাজ্যের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলে। ডলারের বিপরীতে পাউন্ডের ব্যাপক দরপতন হয়।

যুক্তরাজ্যের অর্থনীতিকে বিপর্যয়ে ফেলে দেওয়ায় লিজ ট্রাসকে বাধ্য হয়ে প্রধানমন্ত্রিত্ব ছাড়তে হয়। তিনি মাত্র ৫০ দিন প্রধানমন্ত্রী ছিলেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

সর্বশেষ - আন্তর্জাতিক