সোমবার , ৪ ডিসেম্বর ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ডিএমপির ৩৩ থানার ওসি বদল হচ্ছে

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ৪, ২০২৩ ১০:২০ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঢাকা মহানগরের ৩৩টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল আসছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার জানান, ছয় মাসের বেশি এক থানায় দায়িত্ব পালন করা ওসিদের বদলি করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সে অনুযায়ী ৩৩ থানার ওসিকে বদলি করা হচ্ছে।

তিনি জানান, ইসির নির্দেশনা মেনে ৫ ডিসেম্বরের মধ্যে ডিএমপির ৩৩ ওসিকে বদলি করা হবে। এক থেকে দুই দিনের মধ্যে বদলির আদেশ হতে পারে। এতে আইনশৃঙ্খলা রক্ষায় কোনো প্রভাব পড়বে না।

পুলিশের সবচেয়ে বড় একক ইউনিট ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ৫০টি থানা নিয়ে ডিএমপি। একযোগে রাজধানীতে এত সংখ্যক থানায় ওসি পদে রদবদল সাম্প্রতিক সময়ে হয়নি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি কে এন রায় নিয়তি জানান, যেসব ওসি ছয়মাসের বেশি এক থানায় চাকরি করছেন, তাদের বদলির প্রস্তাব অনুমোদনের জন্য শিগগিরই নির্বাচন কমিশনে পাঠানো হবে।

এদিকে রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রভাবিত হতে পারে ভেবে নির্বাচন কমিশন ওসিদের রদবদলের সিদ্ধান্ত নিতে পারে।

এক থানায় ছয় মাসের বেশি চাকরি করেছেন, এমন ওসিদের অন্য জায়গায় বদলি করতে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবরে চিঠি পাঠায় নির্বাচন কমিশন।

সর্বশেষ - আন্তর্জাতিক