বুধবার , ১৬ নভেম্বর ২০২২ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ডিসেম্বরে বিএনপির সঙ্গে খেলা হবে: ওবায়দুল কাদের

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ১৬, ২০২২ ২:৪৭ অপরাহ্ণ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ডিসেম্বরে বিএনপির সঙ্গে খেলা হবে। তাদের আর আগুন নিয়ে খেলতে দেওয়া হবে না। বুধবার (১৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে বরগুনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তারেক রহমান দুবাই থেকে টাকার বস্তা পাঠায়। সে টাকার বস্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘুমান। টাকা ফুরিয়ে গেছে তাই তাদের গলা নিচু হয়ে গেছে।

তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণকালে বিএনপি বলেছে সেতুতে উঠলে ভেঙে যাবে। এখন সেই সেতু পার হয়ে তারা এদিক-ওদিক চলাফেরা করেন। তাই তাদের অন্তরে জ্বালা সৃষ্টি হয়েছে।

সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের সিনিয়র সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলনে অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে সভাপতি ও জাহাঙ্গীর কবিরকে সাধারণ সম্পাদক করা হয়। সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার টুকুকে নতুন কমিটির প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। বাকি পদগুলো নির্ধারণের জন্য নতুন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও যুগ্ম-সম্পাদকে দায়িত্ব দেওয়া হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক