মঙ্গলবার , ৪ জুলাই ২০২৩ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ঢাকাকে ছিনতাইমুক্ত না করার পর্যন্ত অভিযান: ডিএমপি

প্রতিবেদক
Newsdesk
জুলাই ৪, ২০২৩ ২:০০ অপরাহ্ণ

ঢাকা শহরকে ছিনতাইমুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

মঙ্গলবার সকালে পঙ্গু হাসপাতালে ছিনতাইকারীদের আক্রমণে আহত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সহকারী প্রযোজক রাকিবুল রানাকে দেখতে এসে তিনি একথা বলেন।

পুলিশের পক্ষ থেকে রানার চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে জানিয়ে ডিএমপি কমিশনার জানান, রাকিবকে কুপিয়ে জখমের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে হামলায় ব্যবহৃত চাপাতি উদ্ধার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

তিনি বলেন, রাকিবের ওপর হামলায় আটক দুজনের নাম সোহেল এবং ইউসুফ। এদের একজন রাইড শেয়ার চালক এবং অন্য জন ইলেকট্রিশিয়ান। তবে তাদের মূল পেশা ছিনতাই। রাজধানীর মোহাম্মদপুর থেকে তাদের আটক করা হয়। গত ৭২ ঘণ্টায় ১৮০ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

আটক সোহেল ও ইউসুফ সম্পর্কে তিনি বলেন, এর আগেও একাধিকবার ছিনতাইয়ের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে বার বার জামিনে বের হয়ে আবারও তারা একই অপরাধ ঘটাচ্ছে।

পঙ্গু হাসপাতালের অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম বলেন, রানার আরেকটি অপারেশন করতে হবে। অবস্থা আশঙ্কাজনক না হলেও পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে।

ঈদের দিন ছিনতাইয়ের ঘটনায় ৩৭ জন ও এর পরদিন ১৭ জন আহত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলেও জানান এই চিকিৎসক।

গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে (২৯ জুন) বিটিভি অফিসের সামনে ছিনতাইয়ের শিকার হন ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রযোজনা সহকারী রাকিবুল রানা। ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা একটি ব্যাগ ও আরেক ব্যক্তির মোবাইল-মানিব্যাগ ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা চাপাতি দিয়ে রানার মাথায় তিনটি ও দুই হাত ও পায়ে আঘাত করে।

সর্বশেষ - আন্তর্জাতিক