ঢাকাসহ সারাদেশে বৃষ্টি ঝরছে। এই অবস্থা আরও কয়েক দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষার্থীসহ কর্মজীবী মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বৃষ্টির কারণে সড়কে গণপরিবহনের উপস্থিতি কম থাকায় গন্তব্যে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়েছে তাদের।
এদিকে বৃষ্টির কারণে মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া, কালশী, মালিবাগ, শান্তিনগর, মগবাজারসহ রাজধানীর বেশ কিছু এলাকায় পানি জমে থাকতে দেখা যায়। যেকারণে আজ সকালেও বিভিন্ন রাস্তার মোড়ে ট্রাফিক জ্যাম দেখা গেছে।
দেশের দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিমে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই, এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।