স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়নের দাবিতে আন্দোলন করছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা কর্মচারীরা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল থেকে তারা উত্তরা দিয়াবাড়িতে এমআরটি লাইন–৬ এর ডিপো এলাকায় হেড অফিসের সামনে অবস্থান নেন।
তারা বলছেন, খসড়া সার্ভিস রুলে প্রকল্পের অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করার জন্য একটি বিতর্কিত “বিশেষ বিধান” রাখা হয়েছে, যা নিয়মিত কর্মচারীদের জন্য হুমকিস্বরূপ। ২০১৩ সালে ডিএমটিসিএল গঠিত হলেও ১২ বছর পরও কর্মচারীদের জন্য কোনো স্বতন্ত্র সার্ভিস রুল তৈরি হয়নি। সার্ভিস রুল না থাকায় কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ এবং হতাশা।
২০১৯ সালে একটি খসড়া সার্ভিস রুল তৈরি করা হলেও কর্তৃপক্ষের মনোযোগের অভাবে সেটি আসলে আলোর মুখ দেখেনি, এমনটিই বলছেন আন্দোলনরত কর্মচারীরা।
আজকের বোর্ড সভায় এ বিষয়ে যদি কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে পরবর্তীতে তারা ‘নো সার্ভিস, নো ওয়ার্কের’ মতো কঠোর কর্মসূচির দিকে এগোবেন বলেও হুঁশিয়ারি দেন তারা।


















