জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী অজ্ঞাত শহীদদের পরিচয় শনাক্ত করতে কবরস্থান থেকে মরদেহ উত্তোলনের কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) সকালে রায়ের বাজার কবরস্থানের গণকবর থেকে মরদেহ উত্তোলন শুরু করে সিআইডি। মরদেহ উত্তোলনের পর ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা শেষে শহিদদের পরিচয় শনাক্ত করা হবে।
মরদেহ উত্তোলন কার্যক্রম শুরুর আগে সিআইডি প্রধান ছিবগাত উল্লাহ জানান, জুলাই আন্দোলনের সময় রায়ের বাজারে ১১৪টি মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে বলে তথ্য রয়েছে। কম বেশিও হতে পারে। আজ থেকে সেই মরদেহের পরিচয় শনাক্ত করতে লাশ উত্তোলন করে ডিএনএ স্যাম্পল নেয়ার কার্যক্রম শুরু হলো।
তিনি জানান, আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের পরিচয় শনাক্ত হবে।
তিনি বলেন, পরিচয় শনাক্ত হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিখোঁজের স্বজনরা সিআইডিতে গিয়ে ডিএনএ স্যাম্পল জমা দিতে পারবে বলেও জানান তিনি।


















