সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার ভিসির নেতৃত্বে ভ্রমণে বের হয়। তারা টিএসসি স্টেশন থেকে মেট্রোরেলে চড়ে দিয়াবাড়ির উত্তরা উত্তর স্টেশনে যান।
মেট্রোরেল ভ্রমণের সময় বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাকসুদ কামাল। তিনি মনে করেন, মেট্রোরেলে শিক্ষার্থীদের জন্য ভাড়া কিছুটা কমিয়ে দেওয়া উচিত।
‘শিক্ষার্থীদের জন্য ভাড়া কমানোর বিষয়ে কর্তৃপক্ষকে আমরা অনুরোধ জানাবো, আলোচনা করবো,’ বলেন উপাচার্য।
২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর প্রায় এক বছর পর গত ৪ নভেম্বর উদ্বোধন করা হয় আগারগাঁও থেকে মতিঝিল অংশ।
তবে প্রস্তুত না হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ কয়েকটি স্টেশন চালু হতে সময় লাগে। গত ১৩ ডিসেম্বর চালু হয় টিএসসি স্টেশন।
উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার রেলপথে স্টেশন রয়েছে ১৭টি। একমুখী ভ্রমণের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ২০ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকা।