তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিনিয়ত বিদেশিদের বার্তাই প্রমাণ করে এ দেশে কোন নির্বাচন হচ্ছে না, মানুষ ভোট দিতে পারছে না।
বৃহস্পতিবার ব্রিটিশ হাই কমিশনার সারাহ ক্যাথেরিন কুকের সঙ্গে বৈঠকের পর এ সব কথা বলেন তিনি। বেলা ৩টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপার্সন কার্যালয়ে এ বৈঠক হয়।
বৈঠকের পর আমীর খসরু বলেন, ‘বাংলাদেশে অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন চায় যুক্তরাজ্য। গেলো এক সপ্তাহে বাংলাদেশের হামলা-মামলা, মৃত্যু ও সরকারি কর্মকর্তাদের রদবদল নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে তারা দৃষ্টি রাখছে।’
আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও বৈঠকে বিএনপির প্রতিনিধিদের মধ্যে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বৈঠকে হাইকমিশনার ছাড়াও ব্রিটিশ প্রতিনিধিদের মধ্যে ছিলেন পলিটিক্যাল কাউন্সিলর টিমোথি ডকেট।