নির্বাচন ফেব্রুয়ারিতেই, প্রার্থী মনোনয়ন হাইকমান্ডের সিদ্ধান্তে
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরবেন। তিনি কবে ফিরবেন তা শিগগিরই জানানো হবে।
নির্বাচন প্রসঙ্গ এম এ মালিক বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। গত ১৫ বছরে আওয়ামী লীগ যা করেছে, তা দেশের মানুষ ভুলে যায়নি। এখন মানুষ আর এ দলটিকে চায় না।
প্রার্থী মনোনয়ন নিয়ে বক্তব্য
তিনি জানান, অনেকে নিজেদের বিএনপির প্রার্থী ঘোষণা করছেন বা দাবি করছেন গ্রিন সিগনাল পেয়েছেন। তবে দলের হাইকমান্ডের বাইরে কেউ সিদ্ধান্ত নিতে পারবেন না। এখন পর্যন্ত কেউ গ্রিন সিগনাল পাননি, সবাই রেড সিগনালে আছেন।
যুক্তরাষ্ট্রে দেওয়া প্রধান উপদেষ্টার বক্তব্য প্রসঙ্গে এম এ মালিক বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়টি ছিল কূটনৈতিক মন্তব্য।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এম এ মালিক সবার প্রতি শুভেচ্ছা জানান। তিনি স্থানীয় পূজামণ্ডপগুলোও পরিদর্শন করবেন বলে জানান।
বুধবার (১ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে লন্ডন থেকে দেশে ফিরে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন এম এ মালিক। এ সময় হাজারো জনতা ফুল, ব্যানার-প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
গত ৬ মে খালেদা জিয়ার চিকিৎসা শেষে সস্ত্রীক দেশে আসেন এম এ মালিক। পরে ৩ আগস্ট তিনি পুনরায় লন্ডনে ফিরে যান।
সর্বশেষ তিনি ১ অক্টোবর দেশে ফিরে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।












The Custom Facebook Feed plugin