শুক্রবার , ৩০ আগস্ট ২০২৪ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে প্রাণ-আরএফএল কারখানার আগুন

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ৩০, ২০২৪ ১১:১১ অপরাহ্ণ

তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে প্রাণ-আরএফএল গ্রুপের কারখানার আগুন। তবে আগুনে পুড়ে গেছে কারখানার ভেতরে থাকা কাঁচামাল ও তৈরি করা পণ্য।

শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে  নরসিংদীর পলাশ উপজেলা প্রাণ-আরএফএলের কারখায় আগুন লাগে।

এরপর ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি এবং কারখানার নিজস্ব কয়েকটি দমকল ইউনিট মিলে রাত পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ।

পলাশ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাদেকুল বারি জানান, আগুনের খবর পেয়ে পলাশ ফায়ার স্টেশনের দুইটি ইউনিট, মাধবদী ফায়ার স্টেশনের দুইটি ও নরসিংদী স্টেশনের তিনটিসহ মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন নেভাতে কারখানা কর্তৃপক্ষের নিজস্ব অগ্নিনির্বাপক দলও কাজ করেছে।

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা সম্ভব হয়নি। তদন্তের পর আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। আগুনে কারখানার ওই অংশের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বিকেলে কারখানার ওয়ানটাইম প্লেট তৈরির ভবনে আগুন লাগে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো কারখানা।

সাদেকুল বারি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। এছাড়া কীভাবে আগুন লেগেছে তা তদন্তের পর বলা যাবে।

সর্বশেষ - আন্তর্জাতিক