শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

তিন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

পুরোনো ঘটনার জেরে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ রোববার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষ জড়িয়েছেন। দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ল্যাবএইড হাসপাতালের পেছনের সড়ক (গ্রীন রোড) হয়ে যানচলাচল বন্ধ ছিল। পরে ২টার পরে স্বাভাবিক হয়।

নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শাহেন শাহ  বলেন, ‘শিক্ষার্থীরা গন্ডগোল করছে। বড় ধরনের সংঘর্ষ এড়াতে তারা মাঠে রয়েছেন।

শিক্ষার্থীরা জানান, গত বৃহস্পতিবার আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাস ভাঙচুর করেছে। ওই দিন ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে সামনে এসে নাম ফলক খুলে নিয়ে গেছে।

সেই ঘটনার জেরে আজ শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঢাকা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক রাজীব রায়  বলেন, ঢাকা কলেজের বাস ভাঙচুর ও আইডিয়াল কলেজের নামফলক খুলে আনার কারণে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। বিষয়টি আঁচ করতে পেরে আমাদের শিক্ষকেরা বেলা সাড়ে ১১টা থেকেই মাঠে ছিলাম। সব শিক্ষার্থীদের নিবৃত্ত করার চেষ্টা করেছি। তারপরও সংঘর্ষে ঢাকা কলেজের এক শিক্ষার্থীর মাথা ফেটে গেছে। তাঁকে ল্যাবএইডে ভর্তি করা হয়েছে। আরও চার-পাঁচজন ঢাকা কলেজের শিক্ষার্থী ঢাকা মেডিকেলে ভর্তি আঘাত নিয়ে ভর্তি হয়েছে। তাদের কী অবস্থা তা জানি না।

দুপুর পৌনে ২টার দিকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের গেটের ভেতর প্রবেশ করিয়ে দেয় পুলিশ। ২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ এখনও রয়েছে।

পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, আজকের ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীরাই আহত হয়েছে।

তিন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার সংবাদ সংগ্রহের জন্য সেখানে যেসব গণমাধ্যমকর্মীরা রয়েছেন, তাদের ছবি ও ভিডিও করতে শিক্ষার্থীরা বাধা দিচ্ছেন। এই ঘটনার ছবি তুলতে গিয়ে একজন সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে জানা গেছে।

বেলা দেড়টার দিকে এ প্রতিবেদন লেখার সময়, তিনটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লাঠিসোঁটা হাতে সড়কে অবস্থান নিয়েছেন। এমন পরিস্থিতিতে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সড়কের পাশের দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। খুব জরুরি প্রয়োজন না হলেও কেউ ওই সড়ক হয়ে চলাচল করছেন না।

Facebook
X
WhatsApp
Email
Telegram
সর্বশেষ
ফেসবুক নেটওয়ার্ক ও পার্টনার পেজ
সর্বশেষ সংবাদ জানতে—এখনই সাবস্ক্রাইব করুন!
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
কপিরাইট © 2025 সর্বস্বত্ব সংরক্ষিত — লন্ডন মিরর।
সম্পাদক: হাসিনা আক্তার
সার্চ করুন
লগইন/সাইন আপ
সর্বশেষ সংবাদ জানতে—এখনই সাবস্ক্রাইব করুন!