ভারতের কানপুরে ঘাটমপুর এলাকায় শনিবার রাতে তীর্থযাত্রী বোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে কমপক্ষে ২৬ জন প্রাণ হারান।
নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। ট্রাক্টরটিতে ৫০ জন যাত্রী ছিলেন। খবর আনন্দবাজার পত্রিকার।
উন্নাওয়ের চন্দ্রিকা দেবী মন্দির থেকে ফিরছিলে তীর্থযাত্রীরা। কানপুরের কাছে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
তার পর একটি পুকুরে পড়ে যায় যাত্রিবোঝাই সেই ট্রাক্টর। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা।
খালি হাতেই পুকুর থেকে একের পর এক মৃতদেহ তুলতে দেখা গেছে তাদের। পুলিশ এবং স্থানীয়দের চেষ্টায় আহতদের উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় শনিবার রাতেই শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারের জন্য ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের আশ্বাসও দিয়েছেন মোদি।
এক টুইটবার্তায় মোদি লিখেছেন, ‘কানপুরের দুর্ঘটনায় আমি শোকাহত। যারা আপনজনকে হারিয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি সামাল দিতে যথাসাধ্য চেষ্টা করছে।’












The Custom Facebook Feed plugin