শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু

টঙ্গীর তুরাগ তীরে আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। লাখো মুসল্লির অংশগ্রহণে মুখর টঙ্গীর তুরাগ পাড়। শুক্রবার (৩১ জানুয়ারি) ফজরের পর থেকে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।

এর আগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মাগরিবের নামাজের পর ভারতীয় মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় মাওলানা জোবায়েরপন্থি তবলীগের অনুসারীদের ৫৮তম বিশ্ব ইজতেমা।

ইজতেমা থেকে আমল শিক্ষা করে আত্মশুদ্ধি আর ইমানের দুর্বলতা কাটানোর জন্য দেশের দূর-দূরান্ত থেকে তুরাগ পাড়ে জড়ো হয়েছেন মুসল্লীরা।

সকালে ফজর নামাজের পর বয়ান করছেন পাকিস্তানি মাওলানা জিয়াউল হক। তার উর্দুতে বয়ান বাংলা ভাষায় অনুবাদ করে শোনান বাংলাদেশের মাওলানা নুরুর রহমান।

আয়োজক সূত্র জানিয়েছে, সকাল পৌনে ১০টায় খিত্তায় খিত্তায় তালিম হবে। তালিমের আগে মোজাকেরা (আলোচনা) করবেন ভারতের মাওলানা জামাল সাহেব। এছাড়া শিক্ষকদের উদ্দেশে সকাল ১০টায় বয়ান করবেন ভারতের মাওলানা মাওলানা ফারাহিম সাহেব। ছাত্রদের নিয়ে বয়ান করবেন প্রফেসর আব্দুল মান্নান (আলিগড়)।

প্রথম পর্বের এই ইজতেমায় জোবায়েরপন্থি ঢাকার একাংশ ও ৪১টি জেলা থেকে অংশ নিয়েছেন মুসল্লিরা। এই মুসল্লি আর ঢাকা গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লির অংশগ্রহণে দেশের বৃহৎ জুমার নামাজ আদায় করবেন।

দুই ফেব্রুয়ারি শেষ হবে প্রথম পর্বের ইজতেমার প্রথম অংশ। আর ২৩ জেলা নিয়ে দ্বিতীয় ধাপের ইজতেমা শেষ হবে ৫ ফেব্রুয়ারি। এরপর ১৪ ফেব্রুয়ারি থেকে মাওলানা সাদপন্থিদের তিনদিনের ইজতেমা হওয়ার কথা রয়েছে।

Facebook
X
WhatsApp
Email
Telegram
সর্বশেষ
ফেসবুক নেটওয়ার্ক ও পার্টনার পেজ
সর্বশেষ সংবাদ জানতে—এখনই সাবস্ক্রাইব করুন!
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
কপিরাইট © 2025 সর্বস্বত্ব সংরক্ষিত — লন্ডন মিরর।
সম্পাদক: হাসিনা আক্তার
সার্চ করুন
লগইন/সাইন আপ
সর্বশেষ সংবাদ জানতে—এখনই সাবস্ক্রাইব করুন!