শুক্রবার , ২৬ জানুয়ারি ২০২৪ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

তেঁতুলিয়ায় তাপমাত্রার পারদ নেমেছে পাঁচের ঘরে

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৬, ২০২৪ ২:১৭ অপরাহ্ণ

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কয়েকদিন ধরে তাপমাত্রা ওঠানামা করছে। বেশিরভাগ সময়ই কনকনে শীত অনুভূত হচ্ছে এই অঞ্চলে। শুক্রবার সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে হিমলয় কন্যা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

কয়েক দিনের টানা মৃদু শৈত্যপ্রবাহের কারণে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।

সকাল ৬ টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের কর্মকর্তা রোকনুজ্জামান।

মূলত হিমালয়ের হিমশীতল বাতাস বয়ে যাওয়ার কারণে তাপমাত্রা ওঠানামা করে এই জেলায়। তবে তাপমাত্রা আরও কমে শীতের প্রকোপ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানায়।

সন্ধ্যার পর থেকে এ জেলার ওপর দিয়ে বয়ে যায় হিমালয়ের হিমশীতল বাতাস । চারপাশ আচ্ছাদিত থাকে ঘন কুয়াশায়।

সর্বশেষ - আন্তর্জাতিক