শনিবার , ২৬ আগস্ট ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

দক্ষিণ ভারতে পর্যটন ট্রেনে আগুন, নিহত ১০

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৬, ২০২৩ ১২:০৮ অপরাহ্ণ

ভারতের তামিলনাড়ুতে একটি পর্যটন ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ যাত্রী।

এনডিটিভির খবরে বলা হয়েছে, শনিবার ভোররাতে তামিলনাড়ুর মাদুরাই স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

রেল কর্তৃপক্ষ বলছে, যাত্রীরা ট্রেনের কামরার মধ্যেই ‘অবৈধ গ্যাস সিলিন্ডার’ ব্যবহার করে রান্না করছিলেন। সেখান থেকেই আগুনের সূত্রপাত। পরে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

মাদুরাই জেলা কালেক্টর এমএস সঙ্গীতা জানিয়েছেন, ট্রেনের বগিতে আগুন লেগে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত ২০ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এরইমধ্যে স্থানীয় পুলিশ, ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস এবং রেলওয়ের কর্মীরা আগুন নেভানো ও বগি থেকে পুড়ে যাওয়া মরদেহগুলো উদ্ধার করেছে।

দক্ষিণ রেলওয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার ভোর ৫টা ১৫ মিনিটে এ আগুনের সূত্রপাত। প্রায় আধাঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। অবশেষে সকাল ৭টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এটি একটি প্রাইভেট পার্টি কোচ (পর্যটন কোচ) ছিল। ঘটনার সময় সেটি দাঁড়িয়ে ছিল মাদুরাই রেল স্টেশনের বাইরে। আগুন লাগার পরপরই অনেক যাত্রী কোচ থেকে নেমে পড়েন।

নাগরিকত্ব নিয়ে মিয়ানমারে ফেরার দাবি রোহিঙ্গাদেরনাগরিকত্ব নিয়ে মিয়ানমারে ফেরার দাবি রোহিঙ্গাদের

ট্রেনটি গত ১৭ আগস্ট লখনউ থেকে যাত্রা শুরু করেছিল। আগামীকাল পৌঁছানোর কথা ছিল চেন্নাইতে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে গ্যাস সিলিন্ডার এবং একটি আলুর ব্যাগ উদ্ধার করা হয়েছে। এতেই প্রমাণ হয়, যাত্রীরা ট্রেনে রান্না করছিলেন।

ঘটনার প্রকৃত কারণ জানতে এরইমধ্যে তদন্তে নেমেছে রেল কর্তৃপক্ষ ও পুলিশ।

সর্বশেষ - আন্তর্জাতিক