বুধবার , ৪ অক্টোবর ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

দিল্লির বার্তা স্পষ্ট করার আহ্বান ফখরুলের

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ৪, ২০২৩ ৭:২০ অপরাহ্ণ

দিল্লির পক্ষ থেকে বাংলাদেশে অবৈধ নির্বাচন করতে বলা হয়েছে কিনা, তা স্পষ্ট করতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীতে পেশাজীবীদের এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, দিল্লি আছে, আমরা আছি। দিল্লি কি বলেছে অবৈধ নির্বাচন করতে? পরিষ্কার করে বলেন।’

মঙ্গলবার এক সমাবেশে ওবায়দুল কাদের বলেন, কোথায় স্যাংশন, কোথায় ভিসা নীতি? তলে তলে আপোষ হয়ে গেছে। দিল্লি আছে। আমেরিকারও দিল্লিকে দরকার।আমরা আছি, দিল্লিও আছে। দিল্লি আছে, আমরাও আছি। শত্রুতা কারো সাথে নাই।’

মির্জা ফখরুল বলেন, অতীতের মতো সরকার আবারও একতরফা নির্বাচনের জন্য একটা বাগান সাজিয়েছে। কিন্তু এবার জনগণ ও বিশ্ব সম্প্রদায় সব চেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

‘গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। জাতি আজ একটা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়,’ বলেন তিনি।

সরকারে প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, নির্বাচন নির্বাচন করে এবার কোনো লাভ নেই। আগে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। এরপর নির্বাচনের কথা আসবে।

বিএনপি দুই বছর ধরে রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন করছে – এমন দাবি করে বিএনপি মহাসচিব বলেন, এবার শান্তিপূর্ণ আন্দোলনে কেউ আঘাত করলে, বিএনপি প্রত্যাঘাত করবে না এমনটা নয়।

‘এই আন্দোলন বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য বা খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করার জন্য নয়, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য।’

ফখরুল আরও বলেন, খালেদা জিয়া স্পষ্ট করে বলেছেন, গণতন্ত্রের প্রশ্নে কোন আপোষ নেই। কোন শর্ত মেনে বিদেশে যাবেন না খালেদা জিয়া।’

সর্বশেষ - আন্তর্জাতিক