শুক্রবার , ২৬ মে ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

দেশত্যাগে নিষেধাজ্ঞা: পিটিআই নেতাদের তালিকা দীর্ঘ হচ্ছে

প্রতিবেদক
Newsdesk
মে ২৬, ২০২৩ ৩:২৫ অপরাহ্ণ

ইমরান খান এবং তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ছয় শতাধিক নেতা ও এমপির বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।

নিষেধাজ্ঞা জারির পর ইমরান খান এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন৷ তিনি বলেছেন, বিদেশে যাওয়ার কোনো ইচ্ছাই তার নেই। উল্টো এমন নিষেধাজ্ঞার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে শুক্রবার (২৬ মে) এক টুইটে সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, ‘ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় আমার নাম রাখার জন্য ধন্যবাদ। বিদেশে যাওয়ার কোনো পরিকল্পনাই আমার নেই। কারণ বিদেশে আমার ব্যবসাও নেই, সম্পত্তিও নেই৷ এমনকি দেশের বাইরে একটি ব্যাংক অ্যাকাউন্টও নেই।’

তিনি আরও বলেছেন, ‘যদি অবকাশ যাপনের সুযোগ পাই, তাহলে সেই স্থানটি হবে আমাদের দেশের দক্ষিণের পাহাড়গুলো। বিশ্বে এটিই আমার সবচেয়ে প্রিয় জায়গা।’

এদিকে কথিত আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৯ মে ইসলামাবাদ আদালতের ভেতর থেকে ইমরান খানকে আটক করেছিল পাকিস্তানের আধা-সামরিক বাহিনী রেঞ্জার্স। এই গ্রেপ্তারের প্রতিবাদে ইমরানের সমর্থকরা পুরো দেশজৃুড়ে বিক্ষোভ শুরু করেন। ওইদিন সেনাবাহিনীর সদরদপ্তর এবং লাহোরে এক কর্পস কমান্ডারের বাড়িতেও হামলার ঘটনা ঘটে।

এসব আন্দোলন ও হামলার দোহাই দিয়ে এখন ইমরানের দল পিটিআইকে নিষিদ্ধ করার পরিকল্পনা করছে দেশটির সরকার। এছাড়া অনেককে নিরবে দলত্যাগে বাধ্য করা হচ্ছে। এখন দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে তার দলের নেতা-কর্মীদের ওপর আরও চাপ প্রয়োগের চেষ্টা চলছে।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

সর্বশেষ - আন্তর্জাতিক