ইরান-ইসরাইলের সংঘাতের কারণে সেখানে আটকে পড়া আরো ৩২ বাংলাদেশি দেশে ফিরেছেন।
মঙ্গলবার (৮ জুলাই) তারা ঢাকায় পৌঁছেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুটি আলাদা ফ্লাইটে ভোরে ২২ জন এবং সকালে ১০ বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন।
জুলাইয়ের শুরুতে বাংলাদেশ সরকার ইরান থেকে আগে আরো ২৮ বাংলাদেশিকে দেশে ফেরত এনেছে। তাদের স্থলপথে পাকিস্তান হয়ে ঢাকায় আনা হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের কারণে দেশে ফিরতে আগ্রহী ২৫০ বাংলাদেশি তেহরান দূতাবাসে নিবন্ধন করেন। সংঘাত থেমে যাওয়ার পর পরিস্থিতি এখন স্বাভাবিক। যে কারণে নিবন্ধিতদের বেশিরভাগ এখন দেশে ফিরতে চাইছে না। তবে ইরানে থাকা অনেক অবৈধ বাংলাদেশি দেশে ফিরতে চাইছেন।
তেহরানের বাংলাদেশ দূতাবাসের তথ্য বলছে, ইরানে প্রায় দুই হাজার বাংলাদেশি রয়েছেন। এর মধ্যে তেহরানে প্রায় ৪০০ বাংলাদেশি রয়েছেন।













The Custom Facebook Feed plugin