সোমবার , ১১ ডিসেম্বর ২০২৩ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন বেশিরভাগ আবেদনকারী

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ১১, ২০২৩ ৬:৫৩ অপরাহ্ণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হয়েছিলো তাদের করা আপিলের ওপর দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সোমবার দুপুর পর্যন্ত ১০০ জনের আপিল শুনানি হয়েছে।

এদের মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন। আর ৪১ জনের আবেদন খারিজ করে দেয়া হয়েছে। আবেদন স্থগিত করা আটটি।

নির্বাচন ভবনে গত দুই দিনে ১৯৪ জনের আপিল শুনানির পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১০৭ জন।

রোববার প্রথম দিন ৯৪ জনের আপিল শুনানি হয়। এদের মধ্যে প্রার্থিতা ফিরে পান ৫৬ জন। এছাড়া ৩২ জনের প্রার্থিতা নাকচ এবং ছয়টি আবেদন সিদ্ধান্তের অপেক্ষায় রাখা হয়।

গত ১৫ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন কাজী হাবিবুল আউয়াল। ভোট হবে ৭ জানুয়ারি। আসন্ন ভোটে অংশ নিতে চাওয়ারা গত ৩০ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দেন। এরপর ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত চলে যাচাই-বাছাই।

৩০০ আসনে মনোনয়নপত্র জমা পড়ে দুই হাজার ৭১৬টি। তবে বাছাইয়ের সময় বাতিল হয়ে যায় ৭৩১ জনের মনোনয়নপত্র। বেশিরভাগ আবেদন বাতিল হয়েছে- ঋণ খেলাপি ও তথ্য গোপন করা এবং স্বতন্ত্র প্রার্থীরা এক শতাংশ সমর্থক দেখা না পারার কারণে।

সর্বশেষ - আন্তর্জাতিক