নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের তারাশি এলাকায় ধানক্ষেতে একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছে। যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার দুপুরের দিকে বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়।
বিমানে থাকা দুই বৈমানিক স্কোয়াড্রন লিডার নাদিম ও স্কোয়াড্রন লিডার মাহফুজ সুস্থ আছেন। তাদের যশোর বিমানঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে।
প্রশিক্ষণ বিমানটির একটি অংশ ধানক্ষেতে এবং অপর অংশ চাষযোগ্য জমিতে পড়ে রয়েছে। বিমানটির তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন নড়াইল ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।
এর আগে, প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৩৪ মিনিটের দিকে যশোর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। দুই পাইলট মাহফুজ ও নাদিম বিমানটি পরিচালনার দায়িত্বে ছিলেন। বিমানে কী ধরণের ত্রুটি হয়েছিল সেটি খতিয়ে দেখছে সংশ্লিষ্টরা।
তবে, বিমানবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নড়াইল সদর থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়েছে। এদিকে মাঠে বিমান পড়েছে খবর পেয়ে আশেপাশের গ্রাম থেকে উৎসুক জনতা বিমান দেখতে ভিড় জমায়। এসময় তাদের নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয় বলেও জানান তিনি।