মঙ্গলবার , ২০ জুন ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

নবজাতক ও মায়ের মৃত্যুর দায় হাসপাতালের: ডা. সংযুক্তা

প্রতিবেদক
Newsdesk
জুন ২০, ২০২৩ ১:৫৪ অপরাহ্ণ

সন্তান প্রসবের জন্য হাসপাতালে চিকিৎসা নিতে এসে নবজাতক ও তার মা মারা যাওয়ার ঘটনায় হাসপাতালের ওপর দায় চাপিয়েছেন ডা. সংযুক্ত সাহা।

মঙ্গলবার রাজধানীর পরিবাগে নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, মাহবুবা রহমান আখিকে যখন হাসপাতালে ভর্তি করা হয় তখন তিনি ছিলেন না। তাকে না জানিয়েই ওই রোগীকে ভর্তি করা হয়েছে এবং অস্ত্রোপচার করা হয়েছে।

‘যে মানুষটা দেশেই নাই তার নাম করে কেন রোগী ভর্তি করবেন। এটা কার স্বার্থে? আমি যদি অপারেশনে না করি, রোগি যদি নাই থাকে তাহলে ভর্তি করালেন কোন আক্কেলে? এটা অবশ্যই একটা বেআইনি ব্যবস্থা। ‘

তিনি অভিযোগ করে বলেন, সিজারিয়ান অপারেশন বন্ধ করার জন্য তিনি যে সামাজিক আন্দোলন শুরু করেছেন তার বিরুদ্ধে একটা পক্ষ এসব কাজ করছে।

ডা. সংযুক্তার অভিযোগ, ওই মৃত্যুর ঘটনা নিয়ে তার বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল হচ্ছে। আমি সবাইকে আহবান জানাব আপনারা এই অনিয়মের সাম্রাজ্যের বিরুদ্ধে রুখে দাড়ান।

 

সর্বশেষ - আন্তর্জাতিক