বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি মো. সাহাবুদ্দিনকে এই অভিনন্দনবার্তা পাঠিয়েছেন পুতিন।
অভিনন্দনবার্তায় ভ্লাদিমির পুতিন বলেন, ‘বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন।’ ঢাকায় রাশিয়ার দূতাবাস এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ও রাশিয়া ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমি আশা করি, রাষ্ট্রপতির মেয়াদে আপনার (মো. সাহাবুদ্দিন) কাজ বিভিন্ন ক্ষেত্রে রাশিয়া ও বাংলাদেশের মধ্যে গঠনমূলক সহযোগিতাকে আরও জোরদার করবে।’
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন তিনি।












The Custom Facebook Feed plugin