বুধবার , ৭ ফেব্রুয়ারি ২০২৪ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ভারতের নিমন্ত্রণে নয়াদিল্লিতে হাছান মাহমুদ

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ৭, ২০২৪ ১২:১১ অপরাহ্ণ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে তিন দিনের দ্বিপাক্ষিক সফরে নয়াদিল্লি পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটিই তার প্রথম ভারত সফর।

মঙ্গলবার রাতে তিনি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান এবং উজবেকিস্তানে ভারতের রাষ্ট্রদূত স্মিতা পন্থ।

বুধবার সন্ধ্যায় এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের কথা রয়েছে হাছান মাহমুদের। ভারত সফরে সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

এদিনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, তিস্তাসহ অভিন্ন নদীর পানিবণ্টন ছাড়াও মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।

মতবিনিময় হতে পারে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক এবং বহুপাক্ষিক বিষয়েও।

বৃহস্পতিবার সকালে বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন আয়োজিত ‘বাংলাদেশ-ভারত সম্পর্কের গত দশক’ শীর্ষক একটি অনুষ্ঠানে বিশেষ বক্তৃতা দেবেন হাছান মাহমুদ।

একইদিনে আরো বেশকিছু বৈঠকের কথা রয়েছে। শুক্রবার কলকাতা হয়ে ঢাকা ফিরবেন তিনি।

সর্বশেষ - আন্তর্জাতিক