শনিবার , ২৮ অক্টোবর ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

নয়াপল্টনে রণক্ষেত্র , ছত্রভঙ্গ বিএনপির নেতা-কর্মীরা

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২৮, ২০২৩ ৪:০০ অপরাহ্ণ

পুলিশ-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র রাজধানীর নয়া পল্টনে মহাসমাবেশস্থল। কাকরাইলে পুলিশ-বিএনপির সংঘর্ষের পরপরই পুলিশের ধাওয়ায় নেতা-কর্মীরা নয়াপল্টন এলাকা ছেড়ে যায়। মূলত পুলিশের টিয়ার শেল, সাউন্ড বোমা ও রাবার বুলেটে নয়াপল্টন এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে বিএনপি নেতাকর্মীরা। 

শনিবার (২৮ অক্টোবর) ‍দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সমাবেশের দুদিকে (কাকরাইল ও ফকিরাপুল) অবস্থান নেয় পুলিশ। পাশাপাশি বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত নয়াপল্টন এলাকা অনেকটা ফাঁকা দেখা গেছে। রাস্তায় বিক্ষিপ্তভাবে জ্বলছে আগুন।

এর পরপর সমাবেশ থেকে বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থল থেকে বেরিয়ে যেতে দেখা গেছে। বিএনপির সমাবেশ বন্ধ রয়েছে।

এদিকে পুলিশি আক্রমণের প্রতিবাদে রোববার (২৯ অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে বিএনপি।

সর্বশেষ - আন্তর্জাতিক