জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহবায়ক মাওলানা মামুনুর রশীদকে পাওয়া গেছে। নিখোঁজের পাঁচ দিন পর তাকে উদ্ধার করেছে তুরাগ থানা পুলিশ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের নীলা মার্কেট সংলগ্ন ভোলানাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের পাশ তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে তুরাগ থানার পুলিশ।
তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সাদিক রহমান সাংবাদিকদের জানান, আমরা খবর পেয়ে দুপুর দুইটায় ওই মসজিদ থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করি। এরপর তাকে চিকিৎসার জন্য কুয়েত মৈত্রীর হাসপাতালে নিয়ে যাই। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে, তারা হাসপাতালে আসছেন।
এদিকে, শুক্রবার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে নিখোঁজ মামুনুর রশীদের সন্ধান চেয়ে মানববন্ধন করে তার পরিবার। আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামুনকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান বক্তারা।












The Custom Facebook Feed plugin