বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

নিজ বাড়িতে সাইফ আলি খানকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১৬, ২০২৫ ১১:২৯ পূর্বাহ্ণ

গভীর রাতে নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি বলিউড তারকা সাইফ আলি খান। বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে ঘটে এ ঘটনা।

প্রাথমিকভাবে জানা গেছে, বলিউড অভিনেতাকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। বর্তমানে তিনি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানায়, সাইফ আলি খানের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে চুরি বা ডাকাতির চেষ্টাকালে ঘটেছে এ ঘটনা। গভীর রাতে এক দুর্বৃত্ত প্রবেশ করলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয় সাইফ আলি খানের। এসময় তাকে ছুরিকাঘাত করা হয়।

ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশে বলিউডের ‘নবাব’-এর বাড়িতে ঢোকে ওই দুর্বৃত্ত। সে ঘরে ঢোকার চেষ্টা করলে সাইফ আলি খানের ঘুম ভেঙে যায়। তিনি বাধা দেয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে একাধিকবার বলিউড তারকাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্ত।

পরে রক্তাক্ত অবস্থায় লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সাইফকে। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার অস্ত্রোপচার করা হচ্ছে বলে জানা গেছে।

বান্দ্রার বাড়িতে সাইফের স্ত্রী বলিউড অভিনেত্রী কারিনা কাপুরও উপস্থিত ছিলেন। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। অস্ত্রোপচার শেষে জানা যাবে অবস্থা।

ডাকাতির উদ্দেশ্যেই এই হামলা বলে প্রাথমিকভাবে মনে করছে বান্দ্রা থানার পুলিশ। যদিও এ ঘটনার আসল কারণ কী, তা জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সাইফ আলী খান সপরিবারে নতুন বছর উদযাপন করতে সুইজারল্যান্ডে ছিলেন। তারা গত সপ্তাহে মুম্বাই ফিরে এসেছেন। সর্বশেষ ‘দেবারা পার্ট ১’ সিনেমায় অভিনয় করেছেন পাতৌদির নবাব।

সর্বশেষ - আন্তর্জাতিক