বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

নির্বাচনে ইসিকে চার মিলিয়ন ইউরো সহযোগিতা করবে ইইউ

বাংলাদেশে আগামীতে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ জন্য নির্বাচনে নির্বাচন কমিশনকে (ইসি) চার মিলিয়ন ইউরো সহযোগিতা দেবে সংস্থাটি। সেপ্টেম্বরে প্রাক নির্বাচনী পর্যবেক্ষণে কারিগরি টিম পাঠাবে তারা।

মঙ্গলবার (১৯ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকের পর এসব তথ্য জানান ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

এর আগে মাইকেল মিলারের নেতৃত্বে ইইউর ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করেন। দেড় ঘণ্টা ব্যাপী বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে একটি প্রকল্পের বিষয়ে আলোচনা হয়। এছাড়া ইসির নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

বৈঠক শেষে ব্রিফিংয়ে মাইকেল মিলার বলেন, আসন্ন নির্বাচন আন্তর্জাতিক মানের ও সুষ্ঠু হবে বলে তারা প্রত্যাশা করছেন।

আগামী মাসে ইইউর প্রাক নির্বাচনী বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে জানিয়ে তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশ ইইউ এর জন্য অগ্রাধিকার।

মিলার বলেন, গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে ইইউ। গণতন্ত্রের সঙ্গে সবসময়ই আছেন তারা। বাংলাদেশে জবাবদিহিমূলক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে আশা করে ইইউ।

তিনি আরও বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইইউ। সেজন্য দেশের নির্বাচন বিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি করতে নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সঙ্গে কাজ করবে তারা। বাংলাদেশের নির্বাচনে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ও ডিজিটাল সমস্যার বিষয় নিয়েও কাজ করবে ইইউ।

নাসির উদ্দিন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে নানা সময়ে ইসিতে আনাগোনা ছিলো ইউরোপীয় ইউনিয়নের। এর আগেও কয়েক দফায় কমিশনের সঙ্গে বৈঠক করেছে সংস্থাটি।

Facebook
X
WhatsApp
Email
Telegram
সর্বশেষ
সম্পর্কিত সংবাদ
ফেসবুক নেটওয়ার্ক ও পার্টনার পেজ
সর্বশেষ সংবাদ জানতে—এখনই সাবস্ক্রাইব করুন!
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
কপিরাইট © 2025 সর্বস্বত্ব সংরক্ষিত — লন্ডন মিরর।
সম্পাদক: হাসিনা আক্তার
সার্চ করুন
লগইন/সাইন আপ
সর্বশেষ সংবাদ জানতে—এখনই সাবস্ক্রাইব করুন!