সরকার যখনই চায় তখনই নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুতি আছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (১৪ জুন) দুপুরে উত্তরায় র্যাব ও এপিবিএন কার্যালয় পরিদর্শন শেষে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অব. লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কোনো অনিশ্চয়তা নেই জানিয়ে পটুয়াখালীতে নুরুল হক নুরের সঙ্গে ঘটা ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেন তিনি।
গুমের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডকে স্বার্থান্বেষী কর্মকর্তাদের কার্যকলাপ হিসেবে দাবি করেন তিনি।
৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকেই নির্বাচনের তারিখ নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে শঙ্কা ছিলো তা অনেকটাই কেটে যায় শুক্রবারের লন্ডনে হওয়া দীর্ঘ প্রতীক্ষিত প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে। তবে কিছু রাজনৈতিক মধ্যে শঙ্কা মাঠ পর্যায়ে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে কতোটা প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী।
গত বৃহস্পতিবার পটুয়াখালীতে গণঅধিকার সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা সে আলোচনায় আরো পারদ ঢেলেছে। যদিও এগুলো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুত আছে আইনশৃঙ্খলা বাহিনী।
পূর্বের চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার উন্নতি ঘটেছে দাবি করে কিছু সংস্কারের কথা জানান তিনি। ভারতের পুস ইন নিয়েও তীব্র ভাষায় সমালোচনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।












The Custom Facebook Feed plugin